শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

কমবেশি সবাই এখন ফোনেই নিজেদের দরকারি যত তথ্য, ছবি সবই স্টোর করে রাখেন। এজন্য অসংখ্য অ্যাপ ব্যবহার, বড় বড় ফাইল জমা রাখার ফলে কয়েকদিনেই স্টোরেজ ভরে যায়। এরপর ফোন হ্যাং হয়ে যাওয়া, গতি কমে যায়, কোনো কিছু ডাউনলোড করা যায় না এবং সবচেয়ে বড় সমস্যা একটু পর পর স্টোরেজ ফুল নোটিফিকেশন। তবে ফোনের কোনো কিছু ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করতে পারলে কেমন হয় বলুনতো? নিশ্চয়ই অনেক ভালো হবে। আসুন জেনে নেওয়া যাক, জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করার সহজ উপায়গুলো-

>> সবারই গুগল অ্যাকাউন্ট রয়েছে। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫জিবি পর্যন্ত ডাটা সঞ্চয় করতে পারেন। এই গুগল অ‍্যাকাউন্টকে কাজে লাগান।

>> এছাড়া গুগল ফটোস, অনড্রাইভ বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলোতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।

আরো পড়ুন : ইউটিউবে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

>> ফোনের মেমরি অকারণে অনেকখানি বাড়িয়ে দেয় কুকিজ। ফোনে অনেক অ্যাপ ক্যাসে এবং কুকিজ সঞ্চয় করে। এই ফাইলগুলো সময়ের সঙ্গে সঙ্গে জমা হয় এবং ফোনের মেমরি পূরণ করতে পারে।

>> ফোনের সেটিংসে গিয়ে ক্যাশে এবং কুকিজ ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ অনেকখানি বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও কিছুই ডিলিট করতে হবে না।

>> অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিও, অডিও বা অন্যান্য ফাইল ডাউনলোড করে। আপনি এই অ্যাপগুলোর সেটিংসে গিয়ে অটো-ডাউনলোড বন্ধ করতে পারেন। এটির সাহায্যে, ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না এবং ফোনে জায়গা থাকবে।

>> হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে অনেকগুলো মিডিয়া ফাইল প্রায়ই সংরক্ষিত হয়ে থাকে। দরকার ছাড়া যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফোন থেকে এই ফাইল মুছে ফেলতে পারেন। এটি আপনাকে আপনার ফোনের স্টোরেজ খালি করতেও সাহায্য করবে।

>> স্মার্টফোনে যদি একটি এসডি কার্ড স্লট থাকে, তাহলে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ ডাটা এসডি কার্ডে স্থানান্তর করতে পারেন। আপনি কিছু ক্লিনার অ্যাপও ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ফোনের মেমরি স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয়।

এস/কেবি


ফোনের স্টোরেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250