ফাইল ছবি (সংগৃহীত)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৯শে জুলাই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন হবে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।
আজ রোববার (২০শে জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিলসংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
জসীম উদ্দিন বলেন, ‘এটাই একমাত্র অফিশিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে বলে আশা করছি। আমরা এ সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর।'
খবরটি শেয়ার করুন