ছবি: সংগৃহীত
হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তার মূল অভিযান।
শনিবার (১৬ই আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৪ বছরের বেশি সময় ধরে পাহাড়ে ট্রেকিং করছেন তমাল। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন হিমালয়ের বিভিন্ন অভিযানে। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে নিয়েছেন মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ।
২০২৪ সালে সফলভাবে আরোহণ করেছেন বিশ্বের অন্যতম দুর্গম শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম। আগামী ৪০ দিনের মধ্যে তিনি মানাসলুর সর্বোচ্চ শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানোর লক্ষ্য স্থির করেছেন। এর উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার।
নিজের যাত্রা প্রসঙ্গে তমাল বলেন, ‘চাকরি করতাম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু পর্বতারোহণের স্বপ্ন পূরণের জন্য চাকরি ছেড়েছি। সেই স্বপ্নেরই অংশ মানাসলু অভিযান।’
জে.এস/
খবরটি শেয়ার করুন