ছবি: সংগৃহীত
নতুন সিনেমা ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ দিয়ে আবারও আলোচনায় জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’-এ দ্বৈত চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে হলিউডে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ তারকা এবার পর্দায় ফিরছেন আরও পরিণত রূপে। তবে নতুন কাজের পাশাপাশি সিনেমা জগতে নিজের দীর্ঘদিনের হতাশার কথাও প্রকাশ করেছেন লোহান।
সম্প্রতি ‘দ্য টাইমস ইউকে’কে দেওয়া এক সাক্ষাৎকারে লোহান জানান, একঘেয়ে ও গৎবাঁধা চরিত্রে আটকে পড়া তার জন্য বরাবরই হতাশার। অভিনেত্রী বলেন, আমি ‘এ প্রেইরি হোম কম্প্যানিয়ন’-এ কাজ করতে পেরে দারুণ রোমাঞ্চিত ছিলাম, তবু আজও আমাকে প্রমাণ করতে হচ্ছে যে, আমি কতটা পারি। এটা হতাশাজনক, কারণ এখনো মানুষ আমার পুরোনো চরিত্রগুলো দেখেই আমাকে বিচার করে।
তিনি বলেন, আমি চাই মানুষ আমাকে নতুন চোখে দেখুক, আমাকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ দিক। আমার দক্ষতা বারবার আমি প্রমাণ করতে চাই না। তবে যদি মার্টিন স্করসেসি কোনোদিন আমায় ডাকেন, আমি কী না বলব? অবশ্যই না।
এ ছাড়া অভিনেত্রী তার আসন্ন ওটিটি সিরিজ ‘কাউন্ট মাই লাইস’ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সিরিজে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন লোহান। বড় পর্দা থেকে হঠাৎ ছোট পর্দায় ফিরে আসা নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আরও কিছু গুরুতর ও নাটকীয় চরিত্রে কাজ করতে চাই। যদিও রোমান্টিক কমেডি ঘরানার কাজগুলো আমি ভালোবাসি। তবে মাঝেমাঝে সেগুলোও অনেকটা বাধ্যবাধকতার মতো লাগে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন