ছবি: সংগৃহীত
মদ্যপানে পুরুষের সৌন্দর্যবোধ লোপ পায়। 'অসুন্দর' নারীকেও পুরুষের কাছে তখন সুন্দরী মনে হয়। যেসব নারী পুরুষের স্বাভাবিকভাবে সঙ্গী হিসেবে পছন্দ নন, পুরুষের মদ্যপানের পর সেসব নারী আর অপছন্দের কাতারে থাকেন না। তখন পুরুষের কেবলই জাগ্রত হয় যৌন উত্তেজনা। নারীর দেহ স্পর্শ করার আর সঙ্গমের ইচ্ছা তার মধ্যে কাজ করে প্রবলভাবে।
এমনটাই বলা হচ্ছে আমেরিকার নেবরাস্কা–লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ‘সেক্স রোল’ নামের এক পত্রিকায়।
২১ থেকে ২৭ বছর বয়সী কলেজ পড়ুয়া যুবকদের ওপর মদের প্রভাব নিয়ে পরীক্ষা চালান গবেষকরা। কয়েক যুবককে কমলা লেবুর রসের সঙ্গে মদ দেওয়া হয়। যতক্ষণ না তাদের নেশা হয়, তাদের মদ পান করানো হয় ততক্ষণ। আর কয়েক জনকে মদের গন্ধ দেওয়া পানীয় দেওয়া হয়, যার মধ্যে নামমাত্র অ্যালকোহল ছিল। এ যুবকদের দৃষ্টিযন্ত্র দেওয়া হয়।
এর মাধ্যমে জানা যায়, নারীদের কোন অংশের ওপর দৃষ্টি রাখেন তারা। এরপর সেখানে ৮০ জন কলেজ ছাত্রীকে পার্টির পোশাক পরিয়ে পাঠানো হয়। এসব যুবক ওই নারীদের দেখে বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য করেন।
মদপানের পরে দেখা যায়, নারীদের দেখে পুরুষদের আগের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আগে যাকে ‘মন্দ’, 'ভালো নয়' কিংবা 'চলে' রেটিং দেওয়া হয়েছে, মদ খাওয়ার পরে তাদেরই ‘আকর্ষণীয়’ বলে মন্তব্য করেছেন যুবকরা। মদপানের কারণে পুরুষরা নারীদের 'যৌনপণ্য' হিসেবে দেখেন বলেও জানিয়েছেন ওই গবেষক দলের প্রধান সারা গার্ভাইস।
জে.এস/
খবরটি শেয়ার করুন