বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

এবার পুতিনের পক্ষে প্রচারণা চালানো সাংবাদিক ভিশিনস্কির...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

কিরিল ভিশিনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ধনী ও প্রভাবশালীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন নয়। এবার মারা গেলেন ভ্লাদিমির পুতিনপন্থী এক রুশ-ইউক্রেনীয় প্রচারক ও গণমাধ্যমকর্মী। সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, তার মৃত্যু হয়েছে দীর্ঘস্থায়ী অসুস্থতায়—যদিও আগে কখনো তার অসুস্থতার কথা প্রকাশ্যে জানা যায়নি।

এ বিষয়ে আজ রোববার (২৪শে আগস্ট) ব্রিটেন-ভিত্তিক ডেইলি স্টার জানিয়েছে, মৃত ব্যক্তি হলেন কিরিল ভিশিনস্কি। তিনি রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘রিয়া নভোস্তি’-এর নির্বাহী পরিচালক। বয়স হয়েছিল ৫৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি পুতিন সরকারের প্রচারণা চালিয়ে আসছিলেন। ২০১৮ সালে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনে গ্রেপ্তার করা হয়েছিল। পরের বছর ৩৫ জনের বদলে ৩৫ জন বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়।

ইউক্রেনে জন্ম নেওয়া ভিশিনস্কি নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে রুশ পাসপোর্ট নিয়েছিলেন। ইউক্রেনের আইন অনুসারে, রাশিয়ার সঙ্গে দ্বৈত নাগরিকত্ব বৈধ নয়। রাশিয়ার মস্কোতে স্থায়ী হওয়ার পর ভিশিনস্কি প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের সমর্থক হয়ে ওঠেন এবং ইউক্রেনে রুশ আক্রমণকে ‘ডিনাজিফিকেশন’ বা ‘নাৎসি নির্মূল’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি মনে করতেন, ইউক্রেনীয়রা যুক্তিবোধ হারিয়ে ফেলেছেন।

২০২৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বক্তব্য রেখেছিলেন ভিশিনস্কি। সেখানে ‘রুশ ভীতি’ ছড়ানো এবং রুশভাষী নাগরিকদের অধিকার দমন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেন তিনি।

পশ্চিমা বিশ্লেষকদের মতে, পুতিন ক্ষমতা টিকিয়ে রাখতে এক ধরনের ‘মাফিয়া শাসন’ গড়ে তুলেছেন। এই ব্যবস্থায় হাই-প্রোফাইল ব্যবসায়ী ও কর্মকর্তাদের মৃত্যু ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যেই বহু তেল ব্যবসায়ী, মন্ত্রী ও ধনকুবের অস্বাভাবিকভাবে মারা গেছেন। অনেকের মৃত্যুকে ‘জানালা থেকে পড়ে যাওয়া’ বা 'আত্মহত্যা' হিসেবে দেখানো হয়েছে।

এমনকি মন্ত্রীরাও পর্যন্ত রক্ষা পাননি। গত মাসে (জুলাই) দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর নিজ গাড়ির ভেতর তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটিকেও ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে গত এপ্রিলে মাত্র ৪৬ বছর বয়সী এক ধনকুবের শুটিং রেঞ্জে ‘দুর্ঘটনায়’ নিহত হন।

২০২২ সালে তেল ব্যবসায়ী আলেকজান্ডার সুবোটিন মারা যান এক ‘বিষাক্ত ব্যাঙের চিকিৎসা’ নেওয়ার পর। দাবি করা হয়, এক তান্ত্রিক হ্যাংওভার কাটাতে ওই ব্যাঙের বিষ সুবোটিনকে দিয়েছিলেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দশ সপ্তাহেই অন্তত পাঁচজন শীর্ষ ধনকুবের রহস্যজনকভাবে প্রাণ হারান। পুতিনের পক্ষের লোক হলেও কিরিল ভিশিনস্কির মৃত্যু সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন।

সাংবাদিক ভ্লাদিমির পুতিন কিরিল ভিশিনস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250