বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

যে কারণে জামায়াতের ভোট কমতে পারে বলে মনে করেন মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনকে জোটে রাখতে না পারায় জামায়াতে ইসলামীর ভোট কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের নিজস্ব ভোটভিত্তি আছে এবং দলটিকে পাশে না পাওয়া জামায়াতের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দেবে।’

সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল 'ভয়েস বাংলা’-তে অংশ নিয়ে মাসুদ কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে ক্ষমতাসীন দলের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়। বিরোধী দল দুর্বল হলে সরকার মনে করে পাঁচ বছরের ম্যান্ডেট পাওয়া গেছে, যা ইচ্ছা তাই করা যাবে, ধরার বা বলার কেউ নেই।'

তিনি বলেন, 'এ ধরনের বাস্তবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও সৃষ্টি করে। তাই জনগণ সবসময় এমন বিরোধী দল কামনা করে, যারা সরকারকে চাপের মধ্যে রাখবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য করবে।’

তিনি আরো বলেন, ‘একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে জামায়াত একটি শক্তিশালী বিরোধী শক্তি হতে পারে। কিন্তু ইসলামী আন্দোলনকে জোটে ধরে রাখতে না পারায় সেই সম্ভাবনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মাসুদ কামাল মনে করেন, ইসলামী আন্দোলনের সমর্থক ভোট উল্লেখযোগ্য—যে যাই বলুক না কেন। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে অংশ নিলেও জামায়াত দীর্ঘ সময় নির্বাচন মাঠে সক্রিয় ছিল না। ফলে নতুন ভোটারদের একটি অংশ জামায়াতের প্রতীক ‘দাড়িপাল্লা’ সম্পর্কে আগের মতো পরিচিত নয়। বরং ‘হাতপাখা’ প্রতীককে তারা বেশি চিনে। এ কারণে ইসলামী আন্দোলন জামায়াতের জন্য কার্যকর পার্টনার হতে পারত।

তিনি আরো বলেন, ‘জামায়াত হিসাব করে রাজনীতি করে। তারা যে ১৭৯টি আসনে প্রার্থী দিয়েছে, সেখানে মূল লক্ষ্য থাকবে সম্ভাবনাময় আসনগুলোতে বেশি জোর দেওয়া। যেখানে সম্ভাবনা কম, সেখানে শক্তি কমিয়ে কর্মী-সমর্থকদের সম্ভাবনাময় এলাকায় সরিয়ে নেওয়ার কৌশলও তাদের থাকতে পারে।’

তিনি মনে করেন, এবার অন্যের ভোটে জেতার সুযোগ কম; প্রার্থীদের নিজেদের ভোট নিজেকেই সংগ্রহ করতে হবে। আলোচনায় তিনি পোস্টাল ব্যালট প্রসঙ্গেও নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তার মতে, কমিশনের অদক্ষতার কারণে এ বিষয়টি বিতর্ক তৈরি করছে এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আস্থার সংকটও বাড়ছে।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250