বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে

মাশরাফিকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিনে এক আবেগঘন পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, মাশরাফির জন্যই তার শৈশব রঙিন হয়েছে।

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের চিন্তা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই থাকবেন।’

তিনি বলেন, ‘খেলার নিয়ম-কানুন বোঝার অনেক আগেই বাবার সাথে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, কিন্তু খেলাটা বুঝতে পারার সাথে সাথেই তিনি (মাশরাফি) আমার প্রিয় হয়ে ওঠেন এবং এখন তেমনই রয়েছেন।' 

মাশরাফিকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, ‘১০ বছর বয়স থেকেই আপনার প্রতিটি লেখা এবং ছবি সংগ্রহ করা থেকে শুরু করে এই ৩৪ বছর বয়স পর্যন্ত এখনো তা-ই করি। এখনো একইভাবে গর্ব এবং ভালোবাসায় আপনার জন্য উল্লাস করি, কিছু জিনিস সত্যিই কখনো বদলায় না।’

মাশরাফিকে একজন ক্রিকেটারের চেয়ে বেশি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘একজন নির্ভীক ফাস্ট বোলার থেকে শুরু করে একজন যোদ্ধা অধিনায়ক, যিনি আমাদের হৃদয় ও সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। আপনি আমার কাছে কেবল একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। আপনি একটা আবেগের নাম। স্থিতিস্থাপকতার প্রতীক। এটা মনে করিয়ে দেয় যে, জীবন আমাদের যতবারই ঠেলে দিক না কেন, আমরা আরো শক্তিশালী, সাহসী হয়ে উঠি।’ 

সব শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘লড়াই ও অনুপ্রেরণার এই স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং সামনের আরো অনেক কিছু—এভাবেই এগিয়ে যান, জন্মদিনের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজার জন্মদিন ছিল গতকাল ৫ই অক্টোবর। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে গতকাল ফেসবুকে দীর্ঘ পোস্টটি দেন শবনম ফারিয়া।

জে.এস/

শবনম ফারিয়া মাশরাফি বিন মুর্তজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250