শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

সাংবাদিক মাসুদ কামালকে কথিত গ্রেপ্তার প্রসঙ্গে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালকে গতকাল বুধবার (১৭ই সেপ্টেম্বর) রাতে ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে রাতের অন্ধকারে হুইসেল বাজিয়ে আইনশৃঙ্গখলা বাহিনীর একাধিক গাড়ি সারিবদ্ধ অবস্থায় চলতে দেখা যায়।

এই ভিডিও দেখে অনেক নেটিজেন বিষয়টিকে 'সত্য' বলে ধরে নিয়েছেন এবং তারা ঘটনার নিন্দা জানিয়ে মাসুদ কামালের জন্য উদ্বেগ প্রকাশ করছেন।

তবে মাসুদ কামালকে মতিঝিল থেকে গ্রেপ্তার করার দাবিটি সঠিক নয়। মাসুদ কামাল তার ফেসবুক অ্যাকাউন্টে আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়া একটি স্ট্যাটাসে দাবিটিকে গুজব হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া তাকে গ্রেপ্তারের দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, এটি রাজশাহী থেকে ধারণ করা একটি পুরোনো ভিডিও।

আজ দুপুর ২টার দিকে পোস্টে মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘গতকাল মধ্যরাত থেকে অনেক ফোন এসেছে আমার নাম্বারে, আমার স্ত্রীর নাম্বারে। সবাই জানতে চেয়েছেন, আমি ঠিক আছি কিনা! আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন ওঠছে কেন? কারণ—ফেসবুকের একটা গুজব। যেখানে বলা হয়েছে মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে!'

তিনি পোস্টে গ্রেপ্তারের আশংকা করে লেখেন, ‘গুজবটার কিছু বাস্তবিক সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না (মনজুরুল আলম পান্না) কিংবা অধ্যাপক কার্জনকে (শেখ হাফিজুর রহমান কার্জন) তো এখনও জেলে থাকতে হচ্ছে! তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না।’

সুখবর ডটকমের এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৫টা) তার গ্রেপ্তারের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়। তবে সুখবর ডটকম নিশ্চিত হয়েছে, এটি তিনিও পরিচালনা করেন।

মাসুদ কামাল পোস্টে বলেন, ‘আমার পরিচিত বা শুভানুধ্যায়ী, যারা ফেসবুকের পোস্টটি দেখে উদ্বিগ্ন হয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কারণে অযথা আপনাদের সময় নষ্ট হলো, টেনশন করলেন।’ সবশেষে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন—শেষ পর্যন্তও আমি যেন আমার মতো করেই কথা বলে যেতে পারি।’

মাসুদ কামালকে মতিঝিল থেকে কথিত গ্রেপ্তার করার দাবিতে প্রচারিত ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে দৈনিক রাজশাহী সংবাদ নামে একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। পেজটিতে ভিডিওটি ২০২৩ সালের ১১ই নভেম্বর পোস্ট করা হয়। ক্যাপশন থেকে জানা যায়, এটি রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের দৃশ্য। 

প্রসঙ্গত, একই ভিডিও আগে আইনজীবী জেড আই খান পান্নাকে পুলিশ গ্রেপ্তার করার দাবিতেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250