বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ, আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'গত দেড় বছরে ২ হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি-দাওয়া জানানো হয়েছে। নায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে সরকার এবং আলোচনা করে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।'

কিন্তু এখন নির্বাচনমুখী সময় চলছে উল্লেখ করে দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে জানানোর জন্য আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, 'নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করার দিকে মনোনিবেশ করছে সরকার। তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী এ পরিবেশ নিশ্চিতে কাজ করবে।'

উল্লেখ্য, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, যা এ যাবৎকালে সর্বোচ্চ।

অন্তর্বর্তী সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250