ছবি: সংগৃহীত
সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাভার শাখার আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটতো না। দেশের এই অবস্থায় ওনার (স্বরাষ্ট্র উপদেষ্টা) নিজ থেকে পদত্যাগ করা উচিত। প্রধান উপদেষ্টার এখন তাকে বলা উচিত, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ।’
তিনি বলেন, ‘সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। চালকদের সর্তকতার সঙ্গে গাড়ি চালাতে হবে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে।’
হা.শা./কেবি