বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে আসছে রাশমিকার নতুন চমক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে। বলিউডে পা রেখেও সাড়া ফেলেছেন তিনি। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রাশমিকার রসায়ন লুফে নিয়েছিল দর্শক। এ ছাড়া ‘পুষ্পা টু’ সিনেমা নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।

এতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। আসছে ৫ই ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমায় ‘থামা’ নামে একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন রাশমিকা। যেখানে বলিউডের খ্যাতিমান অভিনেতা আয়ুষ্মান খুরান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে মান্নাতে বলিউডের সবচেয়ে বড় পার্টি

এই সিনেমায় আরও অভিনয় করবেন পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতা। ‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল। এবার নাম পরিবর্তন করে নির্মিত হবে চলচ্চিত্রটি। হরর গল্পের সিনেমাটি নির্মাণ করবেন আদিত্য সারপোতদার।

বুধবার প্রযোজক দীনেশ বিজন ২০২৫ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন। এদিকে বলিউডের এই ভ্যাম্পায়ার সিনেমাটি নিয়ে নেটিজেনরাই উচ্ছ্বাস দেখাচ্ছেন। এখন কোন অবতারে রাশমিকার দেখা মেলে, তা দেখার অপেক্ষায় তার ভক্তরা।

এসি/ আই.কে.জে

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250