শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

লুইজা, রংধনু আর ভোরের শিশিরবিন্দু দিয়ে গড়া হয়েছে তোমাকে

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

রাঙা বউ আমার 

কথা নয়- এক টুকরো হাসি দাও 

এক পলক চেয়ে- তৃষিত তোমার চোখে

দেখছ না তুমি?

এইতো আমি 

তোমার আকাশের জানালায়।

লুইজা,

কেমন আছো তুমি ?

আমার আদর ও ভালোবাসা জেনো। আজ এইতো বিকেলের সৈকতে শুয়েছিলাম আমি। সূর্যাস্তের রঙ লাগা বালিতে কিছু ছবি, কিছু নাম লিখছিলাম। যেগুলো নিমিষে মিশিয়ে যাবে না, ঢেউয়ের আঘাতে। জেগে থাকবে আজ, আগামীকাল, হাজার বছর ধরে।

জীবনানন্দ দাশ একটি কবিতায় বলেছিলেন "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে" বেদনা জাগুক আর নাই জাগুক আমরা সবাই কমবেশি হৃদয় খুঁড়ি- কখনো জ্ঞাতসারে আবার কখনো বা নিজের অজান্তে।  তবে হৃদয় খুড়লে সব সময় বেদনা জাগে না, কখনো স্তরে স্তরে আনন্দের‌ও সন্ধান মেলে। আনন্দ- হ্যাঁ এই আনন্দ‌ই আজ আমার হৃদয় মনকে আচ্ছন্ন করে রেখেছে। আমি বিভোর- তোমাকে পাবার আনন্দে।

বউ, কেন জানিনা- আজ বেশি করে মনে পড়ছে তোমাকে। হয়তো তোমার মধ্যে বাস্তবধর্মিতা আছে বলেই। আমার বিচরণ ছিল নীলিমায়, নক্ষত্রপুঞ্জে। আর আমাকে সেই কল্পনা থেকে টেনে এনে আদরে আর ভালোবাসায় প্রাণপ্রাচুর্যের মুখোমুখি দাঁড় করিয়েছে তুমি। আমার প্রণয়ণী। কি, লজ্জায় মুখখানা লাল হয়ে উঠছে, তাই না! দেখতে না পেলেও অনুভব করছি। আসলে, রংধনু আর ভোরবেলার শিশিরবিন্দু দিয়ে গড়া হয়েছে তোমাকে- শুধু আমার জন্য।

কেন জানি না, তোমাকে একনজর দেখার, তোমার কাছে নিজের হৃদয়কে উন্মোচিত করার এক অপ্রতিরোধ্য বাসনা আমাকে মাতাল, প্রায় উন্মাদ করে তুলছে। লুইজা, তুমি আমাকে তোমার হৃদয়ের রংধনু উপহার দিয়েছো-  একথা ভেবে শিহরিত হচ্ছি, এই পূর্ণিমা রাতে। বেশ লাগছে কিন্তু।

——ইতি

শুভ্র রেজা

অমৃত অক্ষর (চিঠি -১৯)

৩০/০৫/১৯৯১, ময়মনসিংহ

আই. কে. জে/ 

পত্রমিতালি লুইজা রংধনু শিশিরবিন্দু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন