শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন। রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের এক সভায় তিনি এই দাবি করেন।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘চূড়ান্ত সফল পরীক্ষা’ করেছে বলে দাবি করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যার মাত্র কয়েক দিন আগেই পুতিনের মুখপাত্র ‘বুরেভেস্তনিক’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি অস্বীকার করেছিলেন।

যদিও পরমাণু শক্তিচালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আসন্ন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিবিসি বলছে, পরীক্ষামূলক এই অস্ত্রের কথা প্রথম ২০১৮ সালে ঘোষণা করা হয়। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য সীমাহীন পাল্লা রয়েছে জানিয়ে এটির ব্যাপক প্রশংসাও করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রে সক্ষমতা সম্পর্কে খুব কমই জানা যায় এবং এমনকি এমন রিপোর্টও রয়েছে যে, এই মিসাইলের পূর্ববর্তী পরীক্ষাগুলো ব্যর্থ হয়েছে।

এদিকে পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও কথা বলা হয়নি।

রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের সভায় বৃহস্পতিবার (৫অক্টোবর)পুতিন বলেন, ‘আমরা এখন কার্যত আধুনিক ধরনের কৌশলগত অস্ত্রের কাজ শেষ করেছি যার বিষয়ে আমি কথা বলেছি এবং যা আমি কয়েক বছর আগেই ঘোষণা করেছি।’

পুতিনের এদিনের বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে রুশ প্রেসিডেন্ট বলেন: ‘বুরেভেস্তনিকের চূড়ান্ত সফল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এটি বৈশ্বিক পাল্লার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র।’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর কাছে অবশ্য এই ক্ষেপণাস্ত্রটি স্কাই ফল নামে পরিচিত। অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ নামে এক সংস্থার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের ১৩টি পরীক্ষা চালিয়েছিল বলে জানা যায় এবং সেই পরীক্ষার সবই ব্যর্থ হয়েছিল।

বৃহস্পতিবার পুতিন আরও বলেন, সারমাট নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক মতবাদ পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই। মূলত রুশ বাহিনী ঠিক কখন বা কোন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তা এই নীতির মাধ্যমে নির্ধারণ করা হয়।

পুতিন আরও বলেন, রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়েনি এবং ‘সুস্থ মনের এবং পরিষ্কার স্মৃতির অধিকারী কোনও ব্যক্তি’ মস্কোর বিরুদ্ধে পারমাণবিক হামলার কথা ভাববে না।

একে/


রাশিয়া পরীক্ষা পারমাণবিক শক্তি ক্রুজ মিসাইলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250