সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু

নির্বাচন সফল করায় বৃহস্পতিবার ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য আগামী বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। 

এরইমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের যথাসময়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে আগামী ১৮ই জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন বলেও চিঠিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকার সব কর্মকর্তা-কর্মচারী ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) এবং ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) ধন্যবাদ জ্ঞাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন