বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

গাছ কাটা বন্ধের দাবি

ডিএসসিসির আশ্বাসে ফিরলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

দোয়েল চত্বর থেকে নগর ভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীরা ।। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (ডিএসসিসি) মো. মিজানুর রহমানের আশ্বাসে আজকের কর্মসূচি শেষ করেছেন ঢাকার সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা।

রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে একটি প্রতিনিধি দল বঙ্গবাজার মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী।

জানা যায়, ডিএসসিসির প্রধান নির্বাহী বিষয়টি সুরাহার আশ্বাস দেন। পরে আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিবসহ অন্যরা তার হাতে স্মারকলিপি তুলে দেন এবং আন্দোলনকারীরা আজকের কর্মসূচি শেষ করে ফিরে যান। তবে তাদের গাছ পাহারাসহ অন্যান্য কর্মসূচি চলবে।

এর আগে সকাল ১১টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে সেখানে যাওয়ার পথে বঙ্গবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সে সময় তারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে স্লোগান দেন।

এর আগে শনিবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন নন্দী, আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আদৃতা রায়। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়।

আরো পড়ুন: দেশের ৪০ স্থানে জিপিএস স্টেশন বসানোর প্রস্তাব

দাবিগুলো হলো– ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ ঢাকার পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে। জনগণের করের টাকায় লাগানো গাছ কেটে নতুন প্রকল্প গ্রহণের নামে বাণিজ্য বন্ধ করতে হবে এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবান্ধব নীতিমালা গ্রহণ করতে হবে।

এম এইচ ডি/

ডিএসসিসি গাছ কাটা বন্ধের দাবি ধানমন্ডি সাতমসজিদ সড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন