বৃহস্পতিবার, ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ *** জগন্নাথের শিক্ষার্থীদের সরে যেতে বললেন উপদেষ্টা মাহফুজ, এরপর যা ঘটলো *** এবার কাতার গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প *** কক্সবাজারে ৫ হাজার রোহিঙ্গার মধ্যে চীনের পোশাক বিতরণ *** কেউ মিথ্যা বললে, প্রকাশ পায় একটি বিশেষ অঙ্গে! *** শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার *** দুই-একদিনের মধ্যে বন্ধ হবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট স্থানীয় ওয়েবসাইট *** থাইল্যান্ডে নিখোঁজ ব্রিটিশ কিশোরীকে পাওয়া গেল জর্জিয়ার কারাগারে *** বাবার মুক্তির জন্য ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইমরান খানের দুই ছেলে *** প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩রা জানুয়ারি) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এছাড়া জি কে শামীমকেও কারাগার থেকে হাজির করা হয়নি। এজন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

২০১৯ সালের ২১শে অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলা হয়। ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এরপর তদন্ত শেষে ২০২০ সালের ২২শে ডিসেম্বর দুদক জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে। ২০২২ সালের ১৮ই অক্টোবর ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জি কে শামীম ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎস পায়নি দুদক।

এছাড়া শামীমের বাসা থেকে উদ্ধার হয় নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও সাত লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রা। শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরও ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদার এবং জি কে বি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস পায়নি দুদক। অনুসন্ধানে জি কে শামীমের মা আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎসও খুঁজে না পাওয়ায় মামলাটি করে দুদক।

আরো পড়ুন: হাইকোর্টে মির্জা ফখরুলের আবেদনে জামিন শুনানি পেছাল

২০১৯ সালের ২০শে সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ রাজধানীর ঠিকাদারির মাফিয়া গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র‌্যাব। নিকেতন ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে তার অফিসে র‌্যাব ১১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

এসকে/ 

জি কে শামীম দুদকের মামলা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন