বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

এতদিন নানা সময়ে নানা ধরনের ছবিতে ধরা দিয়েছেন তিনি, করেছেন বিভিন্ন ধরনের চরিত্র। তবে এবারটা যেন সব কিছুর থেকেই আলাদা। উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

নিজের কেরিয়ারের সেরা চরিত্রটাকে সেরা ভাবে ফুটিয়ে তোলার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করছেন শ্রাবন্তী। আগামীতে তাঁকে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে। আর বাংলার ব্যান্ডিট কুইন হয়ে ওঠার জন্য এতটুকু ফাঁকফোঁকর রাখতে চান না তিনি।

আগামী নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে তার আগে তিনি প্রস্তুতি শুরু করলেন এই ছবির জন্য। চরিত্রের প্রয়োজনে তাঁকে ঘোড়া চালাতে হবে।

তাই আপাতত তিনি ঘোড়া চালানো শিখছেন। বুধবার থেকে তিনি ঘোড়া চালানো শিখছেন। এদিন সময় মতো একদম সকাল সাড়ে ছয়টা নাগাদ পৌঁছে যান ময়দানে। তারপরই বাধ্য ছাত্রীর মতো শুরু করেন ট্রেনিং নেওয়া।

ঘোড়া চালাতে ভয় লেগেছে? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'প্রথম প্রথম একটু ভয় লাগছিল। কিন্তু পরে সেটা একদমই কেটে গিয়েছে।

ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আসলে এ তো আর বেড়াতে গিয়ে ঘোড়ায় চড়া নয়, নিজে চালানো। তবে আমায় যিনি ঘোড়া চালানো শেখাচ্ছেন তিনি বলেছেন প্রথম দিন অনুযায়ী নাকি আমি ভালো পারফর্ম করেছি।'

আরও পড়ুন: নিজের যৌন অভিরুচি লুকাতে কোন মেয়ের সঙ্গে প্রেম করেন করণ জোহর!

তবে কেবল ঘোড়া চালানোর নয়, আরও একাধিক জিনিস শিখবেন তিনি। যেমন তরোয়াল চালানো শিখতে হবে, অভিনয়ের ওয়ার্কশপ করবেন তিনি। ইতিমধ্যেই দেবী চৌধুরানী হওয়ার জন্য তিনি ওজন কমিয়েছেন।

আগামীতে অভিনেত্রী সোহাগ সেনের থেকে নেবেন প্রশিক্ষণ। শ্রাবন্তীর কথায়, 'আমি ভালো করে তৈরি হয়ে সেটে যেতে চাই। সেই সময়ের কথা বলার ধরন, ভাষা সবটাই রপ্ত করতে হবে।'

প্রসঙ্গত শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় তৈরি হবে এই ছবি। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ থাকবেন। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে এই ছবির শুটিং।

এসি/ওআ


শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন