মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আজারবাইজানের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি : সুখবর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাথে আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি বশির আহমেদ উপস্থিত ছিলেন।

বুধবার (২২ নভেম্বর ) দুপুরে  সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভকে বাংলাদেশ সফরে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা ভোগ করছে। দেশের এক-তৃতীয়াংশই যুবশক্তি। যাদেরকে দক্ষ জনশক্তি রুপান্তরের লক্ষ্যে সরকার সময়পোযোগী বিভিন্ন প্রশিক্ষন প্রদান করছে। ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সাথে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।

এ সময়ে প্রতিমন্ত্রী বন্ধু প্রতীম দুই দেশের বন্ধুত্বকে আরো উচ্চতায় পৌঁছে নিতে দুই দেশের  যুবদের মধ্যে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে যুব অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে প্রস্তাব করেন। 

আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন,  আজারবাইজান সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আন্তরিক । তিনি জানান, দাবা ও জিমনাস্টিককে আজারবাইজান দল অত্যন্ত শক্তিশালী। তাদের খেলোয়াড়দের উন্নত অবকাঠামোগত সুবিধা সহ উন্নত প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের সাথে এসকল খেলাসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে আজারবাইজান সরকার দুই দেশের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ কোচ, অফিসিয়াল ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করতে আগ্রহী। যার মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম দুই দেশই পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে উপকৃত হবে।

এসকে/

সৌজন্য সাক্ষাৎ আজারবাইজান ক্রীড়া প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন