শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

ভিন্নধর্মী এক চরিত্রে ঐশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩

#

জান্নাতুল ফেরদৌস ঐশী । ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌস ঐশী ,এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা। ইতোমধ্যে মুক্তি পেয়েছে দুটি ছবি— ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’। দুটি ছবিতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আবু তাওহিদ হিরণ পরিচালিত ‘আদম’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঐশী। এ ছবিতে অ্যাকশন ছবির নায়িকা ঐশীকে দেখা যাবে ভিন্নরূপে।

ঐশী বলেন, ‘আমি যে ক’টি কাজ করেছি তার মধ্যে সবচেয়ে কষ্ট করেছি ‘আদম’ ছবিতে। কাজের সময় আর্টিস্টের কষ্ট করতে হয়। বলা যায়, এফোর্ট বেশি দেওয়ার সুযোগ হয়েছে এ ছবিটি করার সময়। আমার কনফিডেন্স  বেড়েছে। ছবিটি সফলতা লাভ করবে এ বিশ্বাস জন্মেছে।’
 ‘আদম’ ছবিতে ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। আশির দশকের গ্রামীণ জনপদের গল্প এ ছবির পটভূমি। মোংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর, কুয়াকাটা ইত্যাদি জায়গায় এর শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রঙ্গন হূদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য ও রাইসুল ইসলাম আসাদ।

 ‘আদম’ ছবিতে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ঐশী বলেন, ‘গল্পটি আশির দশকের। অজপাড়া গাঁয়ের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এটি আমার সাইনিং করা দ্বিতীয় ছবি। মনে পরে, ২০১৯ সালের রমজানে এ ছবিতে চুক্তিবদ্ধ হই। সে বছর আগস্ট- সেপ্টেম্বরে শুটিং শুরু করি। তখনও মিশন এক্সট্রিমের শুটিং শেষ হয়নি। একাধারে দুটো ছবির কাজ চলছিল।’

ঐশী আরও বলেন, ‘শিল্পীরা অন্য কাজে যা শিখে তা নতুন কাজে প্রয়োগ করে। আমি ‘মিশন এক্সট্রিম’-এ যা শিখেছিলাম তা এখানে প্রয়োগ করেছি। টিমটাও ইয়াং। তাদের সাথে তাই যোগাযোগ সহজ হয়েছে। সহজে বলতে পেরেছি এই সিকোয়েন্স এভাবে করা যায়, যেটা হয়ত সিনিয়র ইউনিটে বলা সহজ নয়। সত্যি বলতে, কাজটা করে মজা পেয়েছি।’ ঐশী প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় শিখেননি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর সিনেমায় এসেছেন।

সে প্রসঙ্গ তুলে বলেন, ‘আমার অভিনয়ের ওপর কোনো স্কুলিং নেই। কখনো অভিনয় শেখার সুযোগ পাইনি। আমার জন্য সিনেমাগুলোই স্কুলিং। কাজ করতে করতে শিখছি। এ শিক্ষা আমাকে সমৃদ্ধ  করছে। আশা করি সিনেমার সুদিন ফিরবে। বন্ধ হলগুলো খুলবে।’

ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে কাজের বিষয়ে ঐশী জানান, ওটিটিতে কাজ করব। সঠিক সময় ও সঠিক স্ক্রিপ্টের অপেক্ষা করছি।
নতুন কাজ নিয়ে জানতে চাইলে ঐশী জানালেন, এখন রমজান মাস চলছে। এ সময় সাধারণতকাজ কম রাখি। কয়েকটি স্ক্র্বি নিয়ে কথা হচ্ছে। হাতেও আসছে নতুন স্ক্র্বি।  লিখিত কোনও চুক্তি হয়নি।

এম/

চিত্রনায়িকা ওটিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন